রসায়নের মৌলিক বিষয়াবলি

By: Mohanta

প্রাথমিক ধারণাঃ রসায়নের মৌলিক বিষয়াবলি নিয়ে আলোচনার শুরুতেই আমরা জানবো রসায়ন শাস্ত্র সম্পর্কে। প্রকৃতি বিজ্ঞানের একটি প্রধান শাখা হলো রসায়ন। বস্তুত বিজ্ঞানের অন্যান্য শাখারও সৃষ্টি হয়েছে রসায়ন থেকেই। আধুনিক যুগেও বিজ্ঞানের যেকোনো শাখাই রসায়নের সাহায্য নির্ভর। আমাদের পারিপার্শ্বিক জগতের হাজার রকম বস্তুর গঠন, উপাদান, বস্তুর ধর্ম ও এর গুণাগুণ, পরিবর্তন, যথাযথ প্রয়োগ রসায়নের লক্ষ্য। একটি বস্তুকে বিশ্লেষণ করলে কি পাওয়া যায়? এর মূল উপাদান কি? উপাদান সমূহের ধর্ম কি? এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কি? কী ‍উপায়ে এগুলো পুনরায় সংযুক্ত করা যায়? এ সংযোগের ফলে পুনর্বার মূল বস্তুটি ফিরে পাওয়া যাবে কিনা অথবা এদের দ্বারা কোনো নতুন উপাদান সৃষ্টি করা সম্ভব কিনা, বস্তুটি কি প্রয়োজনে আসে? তা কোথায় পাওয়া যায়?-এমনি হাজার প্রশ্নের সুসংগত, সুস্পষ্ট ব্যাখ্যাসহ জবাব দানই রসায়নের কাজ। সুতরাং যে বিজ্ঞানের সাহায্যে বস্তুর গঠন, প্রস্তুতপ্রণালি, ধর্মাবলি, ব্যবহার, তাপীয় ও বৈদ্যুতিক পরিবর্তন প্রভৃতি সুস্পষ্ট বিধিযোগে সুষ্ঠুরূপে পর্যালোচনা করা যায় তাকেই রসায়ন বলে। বর্তমান রসায়নের পরিধি ব্যাপক ও বিস্তৃত। কাজেই সুষ্ঠুরূপে রসায়ন আলোচনা, অধ্যায়ন ও ব্যাপক ব্যবহারের সুবিধার জন্য একে কয়েকটি ভাগে বিভক্ত করা হয়েছে।

কয়েকটি মৌলের নাম, প্রতীক, যোজনী, পারমাণবিক সংখ্যা ও আঃ পারমাণবিক ভর আলোচনা করা হলোঃ

নংমৌলের নামপ্রতীকযোজনীপারমাণবিক সংখ্যাআঃ পারমাণবিক ভর (প্রায়)
০১হাইড্রোজেনH111
০২হিলিয়ামHe24
০৩লিথিয়ামLe136
০৪বেরিলিয়ামBe249
০৫বোরনB3510
০৬কার্বনC2,4612
০৭নাইট্রোজেনN3,5714
০৮অক্সিজেনO2816
০৯ফ্লোরিনF1918
১০নিয়নNe1020
১১সোডিয়ামNa11122
১২ম্যাগনেসিয়ামMg21224
১৩অ্যালুমিনিয়ামAl31326
১৪সিলিকনSi41428
১৫ফসফরাসP3,51530
১৬সালফারS2,4,61632
১৭ক্লোরিনCl11735
১৮আর্গনAr1839
১৯পটাসিয়ামK11939
২০ক্যালসিয়ামCa22040
২১স্কেনডিয়ামSc32145
২২ক্রোমিয়ামCr3,22451
২৩ম্যাঙ্গানিজMn2,72554
২৪আয়রনFe2,32655
২৫কোবাল্টCo22758
২৬নিকেলNi22858
২৭কপারCu1,22963
২৮জিঙ্কZn23065
২৯আর্সেনিকAs33374
৩০ব্রোমিনBr13579
৩১ক্রিপটনKr3683
৩২স্ট্রোনসিয়ামSr23887
৩৩সিলভার Ag147107
৩৪টিনSn2,450118
৩৫অ্যান্টিমনিSb3,551121
৩৬আয়োডিনI153126
৩৭জেননXe54131
৩৮বেরিয়ামBa256137
৩৯টাংস্টেনW674183
৪০প্লাটিনামPt478195
৪১গোল্ডAu1,379196
৪২মার্কারি Hg1,280200
৪৩লেড (সিসা)Pb2,482207
৪৪বিসমাথBi383208
৪৫রেডনRn86222
৪৬ইউরেনিয়ামU4,692238

কয়েকটি গুরুত্বপূর্ণ মৌলের পারমাণবিক সংখ্যা নিচে দেওয়া হলোঃ

মৌলের নামপারমাণবিক সংখ্যা
হাইড্রোজেন1
হিলিয়াম2
লিথিয়াম3
কার্বন6
নাইট্রোজেন7
অক্সিজেন8
ফ্লোরিন9
নিয়ন10
সোডিয়াম11
ম্যাগনেসিয়াম12
মৌলের নামপারমাণবিক সংখ্যা
অ্যালুনিয়াম13
সিলিকন14
ফসফরাস15
সালফার16
ক্লোরিন17
আর্গন18
পটাসিয়াম19
ক্যালসিয়াম20
আয়রন26
কপার29

গুরুত্বপূর্ণ কয়েকটি যৌগমূলকের নাম ও সংকেত

একযোজী যৌগমূলক

নামসংকেতযোজনীনামসংকেতযোজনী
অ্যামোনিয়ামNH4একযোজীসায়ানাইডCNএকযোজী
ফসফোনিয়ামPH4একযোজীবাইকার্বনেটHCO3একযোজী
হাইড্রোক্সাইডOHএকযোজীকার্বক্সিলCOOHএকযোজী
নাইট্রাইটNO2একযোজীমিথাইলCH3একযোজী
নাইট্রেটNO3একযোজীইথাইলC2H5একযোজী

দ্বিযোজী, ত্রিযোজী ও চতুর্যোজী যৌগমূলক –

নামসংকেতযোজনীনামসংকেতযোজনী
কার্বনেটCO3দ্বিযোজীফসফেটPO4ত্রিযোজী
সালফাইটSO3দ্বিযোজীফসফাইটPO3ত্রিযোজী
সালফেটSO4দ্বিযোজীবোরেটBO4ত্রিযোজী
থায়োসালফেটS2O3দ্বিযোজীআর্সেনাইটAsO3ত্রিযোজী
ক্রোমেটCrO4দ্বিযোজীআর্সেনেটAsO4ত্রিযোজী
ডাইক্রোমেটCr2O7দ্বিযোজীফেরোসায়ানাইড[Fe(CN)6]চতুর্যোজী
সিলিকেটSiO3দ্বিযোজী   

ধাতুর শ্রেণিবিভাগ – রসায়নের মৌলিক বিষয়াবলি

একযোজীদ্বিযোজীত্রিযোজীচতুর্যোজীপঞ্চযোজী
সোডিয়াম (Na)টিন (Sn) আসঅ্যালুমিনিয়াম (Al)টিন (Sn) ইকআর্সেনিক (As) ইক
পটাসিয়াম (K)ব্রোমিন (Br)গোল্ড (Au) ইকপ্লাটিনাম (Pt)অ্যান্টিমনি (Sb) ইক
মার্কারি (Hg) আসজিঙ্ক (Zn)বিসমাথ (Bi)লেড (Pb) ইক 
 ম্যাগনেসিয়াম (Mg)আয়রন (Fe) ইক  
 লেড (Pb) আসক্রোমিয়াম (Cr) ইক  
কপার (Cu) আসকপার (Cu) ইক   
সিলভার (Ag)মার্কারি (Hg) ইক   
গোল্ড (Au)আয়রন (Fe) আসঅ্যান্টিমনি (Sb) আস  
 কোবাল্ট (Co)আর্সেনিক (As) আস  
 ক্রোমিয়াম (Cr) আস   
 ক্যাডমিয়াম (Cd)   

অধাতুর শ্রেণিবিভাগ

একযোজীদ্বিযোজীত্রিযোজীচতুর্যোজীপঞ্চযোজী
হাইড্রোজেন (H)অক্সিজেন (O)বোরন (B)নাইট্রোজেন (N)সালফার (S)
ফ্লোরিন (F)সালফার (S)নাইট্রোজেন (N)ফসফরাস (P) 
ক্লোরিন (Cl)কার্বন (C)ফসফরাস (P)  
ব্রোমিন (Br)    
আয়োডিন (I)    

যৌগমূলকের শ্রেণিবিভাগ

একযোজীদ্বিযোজীত্রিযোজী
অ্যামোনিয়াম (NH4)কার্বনেট (CO3)ফসফেট (PO4)
ফসফোনিয়াম (PH4)সালফাইট (SO3)ফসফাইট (PO3)
হাইড্রোক্সাইড (OH)সালফেট (SO4)বোরেট (BO3)
নাইট্রাইট (NO2)  
নাইট্রেট (NO3) ফেরিসায়ানাইড ([Fe(CN)6])
সায়ানাইট (CN)থায়োসালফাইট (S2O3) 
বাইকার্বনেট (HCO3) আর্সেনাইট (AsO3)
মিথাইল (CH3)ক্রোমেট (CrO4)আর্সেনেট (AsO4)
ইথাইল (C2H5)ডাইক্রোমেট (Cr2O7) 
ক্লোরেট (ClO3)সিলিকেট (SiO3) 

গুরুত্বপূর্ণ এসিডসমূহ

নামসংকেতনামসংকেত
হাইড্রোক্লোরিক এসিডHClসালফিউরিক এসিডH2SO4
হাইপোক্লোরাস এসিডHClOসালফিউরাস এসিডH2SO3
ক্লোরিক এসিডHClO3ফসফরাস এসিডH3PO3
হাইড্রোব্রোমিক এসিডHBrফসফরিক এসিডH3PO4
হাইড্রোআয়োডিক এসিডHIসায়ানিক এসিডHCNO
নাইট্রাস এসিডHNO2কার্বনিক এসিডH2CO3
নাইট্রিক এসিডHNO3অ্যাসিটিক এসিডCH3COOH
গ্লুকোনিক এসিডC6H12O7ফরমিক এসিডHCOOH
ওলিক এসিডC17H33COOHপামিটিক এসিডC15H31COOH
স্টিয়ারিক এসিডC17H35COOH  

কয়েকটি ক্ষারকের নাম ও সংকেত

নামসংকেতনামসংকেত
সোডিয়াম অক্সাইডNa2Oসোডিয়াম হাইড্রোক্সাইডNaOH
ক্যালসিয়াম অক্সাইডCaOপটাসিয়াম হাইড্রোক্সাইডKOH
ক্যালসিয়াম হাইড্রোক্সাইডCa(OH)2অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডNH4OH

কতকগুলো লবণের নাম ও সংকেত

নামসংকেতনামসংকেত
সোডিয়াম ক্লোরাইডNaClঅ্যামোনিয়াম ক্লোরাইডNH4Cl
পটাসিয়াম ক্লোরাইডKClক্যালসিয়াম কার্বনেটCaCO3
সোডিয়াম সালফেটNa2SO4পটাসিয়াম ফেরোসায়ানাইডK4[Fe(CN)6]
অ্যামোনিয়াম ফসফেট(NH4)3PO4জিপসামCaSO4.2H2O
গ্লোবার সল্টNa2SO4.10H2Oজিঙ্ক সালফেটZnSO4
গোল্ড ক্লোরাইডAuCl3পটাসিয়াম সালফেটK2SO4
কপার সালফেটCuSO4পটাসিয়াম নাইট্রেটKNO3

গুরুত্বপূর্ণ কয়েকটি অজৈব যৌগের নাম ও আণবিক সংকেত

নামআণবিক সংকেতনামআণবিক সংকেত
সোডিয়াম জিংকেটNa2Zn(OH)4ক্যালোমেলHg2Cl2
নাইট্রিক অক্সাইডNOপ্লাস্টার অব প্যারিসCa(SO4).H2O
নাইট্রাস অক্সাইডN2Oপটাসিয়াম পারম্যাঙ্গানেটKMnO4
নাইট্রোজেন ডাইঅক্সাইডNO2ব্লিচিং পাউডারCa(OCl)Cl
সোডিয়াম অক্সাইডNa2OফিটকিরিK2SO4.Al(SO4)3.24H2O
সোডিয়াম পারঅক্সাইডNa2O2সিলভার নাইট্রেটAgNO3
বেরিয়াম অক্সাইডBa2Oসিদুর (রেড লেড)Pb3O4
বেরিয়াম পারঅক্সাইডBaO2ফেরাস সালফেটFeSO4
হাইড্রোজেন পারঅক্সাইডH2O2পানিH2O
আয়রন অক্সাইড (I)FeOফসফরাস পেন্টাঅক্সাইডP2O5
আয়রন অক্সাইড (II)Fe2O3জিংক অক্সাইডZnO
পটাসিয়াম ক্লোরেটKClO3সোডালাইম[NaOH+CaO]
পটাসিয়াম বাই সালফেটKHSO4হাইড্রোজেন সালফাইডH2S
অ্যামোনিয়াম সালফেট(NH4)2SO4অ্যালুমিনিয়াম অক্সাইডAl2O3
ক্যালসিয়াম সিলিকেটCaSiO3ফসফিন গ্যাসPH3
সোডিয়াম সিলিকেটNa2SiO­3বক্সাইটAl2O3.2H2O
পটাসিয়াম কার্বনেটK2CO3অ্যামোনিয়াম সালফেট(NH4)2SO4
পটাসিয়াম নাইট্রেটKNO3অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডNH4OH
সালফার ডাইঅক্সাইডSO2ইপসম সল্টMgSO4.7H2O
সালফার ট্রাইঅক্সাইডSO3ওয়াটার গ্যাস[CO+H2]
ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডMg(OH)2সোডিয়াম কার্বনেটNa2CO3.10H2O
নাইট্রোজেন পেন্টাক্সাইডN25কলিচুনCa(OH)2
প্রডিউসার গ্যাস[CO+N2]অ্যামোনিয়াম গ্যাসNH3
লাফিং গ্যাসN2O  

Sharing Is Caring:

Leave a Comment