প্রাথমিক ধারণাঃ রসায়নের মৌলিক বিষয়াবলি নিয়ে আলোচনার শুরুতেই আমরা জানবো রসায়ন শাস্ত্র সম্পর্কে। প্রকৃতি বিজ্ঞানের একটি প্রধান শাখা হলো রসায়ন। বস্তুত বিজ্ঞানের অন্যান্য শাখারও সৃষ্টি হয়েছে রসায়ন থেকেই। আধুনিক যুগেও বিজ্ঞানের যেকোনো শাখাই রসায়নের সাহায্য নির্ভর। আমাদের পারিপার্শ্বিক জগতের হাজার রকম বস্তুর গঠন, উপাদান, বস্তুর ধর্ম ও এর গুণাগুণ, পরিবর্তন, যথাযথ প্রয়োগ রসায়নের লক্ষ্য। একটি বস্তুকে বিশ্লেষণ করলে কি পাওয়া যায়? এর মূল উপাদান কি? উপাদান সমূহের ধর্ম কি? এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কি? কী উপায়ে এগুলো পুনরায় সংযুক্ত করা যায়? এ সংযোগের ফলে পুনর্বার মূল বস্তুটি ফিরে পাওয়া যাবে কিনা অথবা এদের দ্বারা কোনো নতুন উপাদান সৃষ্টি করা সম্ভব কিনা, বস্তুটি কি প্রয়োজনে আসে? তা কোথায় পাওয়া যায়?-এমনি হাজার প্রশ্নের সুসংগত, সুস্পষ্ট ব্যাখ্যাসহ জবাব দানই রসায়নের কাজ। সুতরাং যে বিজ্ঞানের সাহায্যে বস্তুর গঠন, প্রস্তুতপ্রণালি, ধর্মাবলি, ব্যবহার, তাপীয় ও বৈদ্যুতিক পরিবর্তন প্রভৃতি সুস্পষ্ট বিধিযোগে সুষ্ঠুরূপে পর্যালোচনা করা যায় তাকেই রসায়ন বলে। বর্তমান রসায়নের পরিধি ব্যাপক ও বিস্তৃত। কাজেই সুষ্ঠুরূপে রসায়ন আলোচনা, অধ্যায়ন ও ব্যাপক ব্যবহারের সুবিধার জন্য একে কয়েকটি ভাগে বিভক্ত করা হয়েছে।
কয়েকটি মৌলের নাম, প্রতীক, যোজনী, পারমাণবিক সংখ্যা ও আঃ পারমাণবিক ভর আলোচনা করা হলোঃ
নং
মৌলের নাম
প্রতীক
যোজনী
পারমাণবিক সংখ্যা
আঃ পারমাণবিক ভর (প্রায়)
০১
হাইড্রোজেন
H
1
1
1
০২
হিলিয়াম
He
–
2
4
০৩
লিথিয়াম
Le
1
3
6
০৪
বেরিলিয়াম
Be
2
4
9
০৫
বোরন
B
3
5
10
০৬
কার্বন
C
2,4
6
12
০৭
নাইট্রোজেন
N
3,5
7
14
০৮
অক্সিজেন
O
2
8
16
০৯
ফ্লোরিন
F
1
9
18
১০
নিয়ন
Ne
–
10
20
১১
সোডিয়াম
Na
1
11
22
১২
ম্যাগনেসিয়াম
Mg
2
12
24
১৩
অ্যালুমিনিয়াম
Al
3
13
26
১৪
সিলিকন
Si
4
14
28
১৫
ফসফরাস
P
3,5
15
30
১৬
সালফার
S
2,4,6
16
32
১৭
ক্লোরিন
Cl
1
17
35
১৮
আর্গন
Ar
–
18
39
১৯
পটাসিয়াম
K
1
19
39
২০
ক্যালসিয়াম
Ca
2
20
40
২১
স্কেনডিয়াম
Sc
3
21
45
২২
ক্রোমিয়াম
Cr
3,2
24
51
২৩
ম্যাঙ্গানিজ
Mn
2,7
25
54
২৪
আয়রন
Fe
2,3
26
55
২৫
কোবাল্ট
Co
2
27
58
২৬
নিকেল
Ni
2
28
58
২৭
কপার
Cu
1,2
29
63
২৮
জিঙ্ক
Zn
2
30
65
২৯
আর্সেনিক
As
3
33
74
৩০
ব্রোমিন
Br
1
35
79
৩১
ক্রিপটন
Kr
–
36
83
৩২
স্ট্রোনসিয়াম
Sr
2
38
87
৩৩
সিলভার
Ag
1
47
107
৩৪
টিন
Sn
2,4
50
118
৩৫
অ্যান্টিমনি
Sb
3,5
51
121
৩৬
আয়োডিন
I
1
53
126
৩৭
জেনন
Xe
–
54
131
৩৮
বেরিয়াম
Ba
2
56
137
৩৯
টাংস্টেন
W
6
74
183
৪০
প্লাটিনাম
Pt
4
78
195
৪১
গোল্ড
Au
1,3
79
196
৪২
মার্কারি
Hg
1,2
80
200
৪৩
লেড (সিসা)
Pb
2,4
82
207
৪৪
বিসমাথ
Bi
3
83
208
৪৫
রেডন
Rn
–
86
222
৪৬
ইউরেনিয়াম
U
4,6
92
238
কয়েকটি গুরুত্বপূর্ণ মৌলের পারমাণবিক সংখ্যা নিচে দেওয়া হলোঃ