প্রাথমিক ধারণাঃ রসায়নের মৌলিক বিষয়াবলি নিয়ে আলোচনার শুরুতেই আমরা জানবো রসায়ন শাস্ত্র সম্পর্কে। প্রকৃতি বিজ্ঞানের একটি প্রধান শাখা হলো রসায়ন। বস্তুত বিজ্ঞানের অন্যান্য শাখারও সৃষ্টি হয়েছে রসায়ন থেকেই। আধুনিক যুগেও বিজ্ঞানের যেকোনো শাখাই রসায়নের সাহায্য নির্ভর। আমাদের পারিপার্শ্বিক জগতের হাজার রকম বস্তুর গঠন, উপাদান, বস্তুর ধর্ম ও এর গুণাগুণ, পরিবর্তন, যথাযথ প্রয়োগ রসায়নের লক্ষ্য। একটি বস্তুকে বিশ্লেষণ করলে কি পাওয়া যায়? এর মূল উপাদান কি? উপাদান সমূহের ধর্ম কি? এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কি? কী উপায়ে এগুলো পুনরায় সংযুক্ত করা যায়? এ সংযোগের ফলে পুনর্বার মূল বস্তুটি ফিরে পাওয়া যাবে কিনা অথবা এদের দ্বারা কোনো নতুন উপাদান সৃষ্টি করা সম্ভব কিনা, বস্তুটি কি প্রয়োজনে আসে? তা কোথায় পাওয়া যায়?-এমনি হাজার প্রশ্নের সুসংগত, সুস্পষ্ট ব্যাখ্যাসহ জবাব দানই রসায়নের কাজ। সুতরাং যে বিজ্ঞানের সাহায্যে বস্তুর গঠন, প্রস্তুতপ্রণালি, ধর্মাবলি, ব্যবহার, তাপীয় ও বৈদ্যুতিক পরিবর্তন প্রভৃতি সুস্পষ্ট বিধিযোগে সুষ্ঠুরূপে পর্যালোচনা করা যায় তাকেই রসায়ন বলে। বর্তমান রসায়নের পরিধি ব্যাপক ও বিস্তৃত। কাজেই সুষ্ঠুরূপে রসায়ন আলোচনা, অধ্যায়ন ও ব্যাপক ব্যবহারের সুবিধার জন্য একে কয়েকটি ভাগে বিভক্ত করা হয়েছে।
কয়েকটি মৌলের নাম, প্রতীক, যোজনী, পারমাণবিক সংখ্যা ও আঃ পারমাণবিক ভর আলোচনা করা হলোঃ
নং
মৌলের নাম
প্রতীক
যোজনী
পারমাণবিক সংখ্যা
আঃ পারমাণবিক ভর (প্রায়)
০১
হাইড্রোজেন
H
1
1
1
০২
হিলিয়াম
He
–
2
4
০৩
লিথিয়াম
Le
1
3
6
০৪
বেরিলিয়াম
Be
2
4
9
০৫
বোরন
B
3
5
10
০৬
কার্বন
C
2,4
6
12
০৭
নাইট্রোজেন
N
3,5
7
14
০৮
অক্সিজেন
O
2
8
16
০৯
ফ্লোরিন
F
1
9
18
১০
নিয়ন
Ne
–
10
20
১১
সোডিয়াম
Na
1
11
22
১২
ম্যাগনেসিয়াম
Mg
2
12
24
১৩
অ্যালুমিনিয়াম
Al
3
13
26
১৪
সিলিকন
Si
4
14
28
১৫
ফসফরাস
P
3,5
15
30
১৬
সালফার
S
2,4,6
16
32
১৭
ক্লোরিন
Cl
1
17
35
১৮
আর্গন
Ar
–
18
39
১৯
পটাসিয়াম
K
1
19
39
২০
ক্যালসিয়াম
Ca
2
20
40
২১
স্কেনডিয়াম
Sc
3
21
45
২২
ক্রোমিয়াম
Cr
3,2
24
51
২৩
ম্যাঙ্গানিজ
Mn
2,7
25
54
২৪
আয়রন
Fe
2,3
26
55
২৫
কোবাল্ট
Co
2
27
58
২৬
নিকেল
Ni
2
28
58
২৭
কপার
Cu
1,2
29
63
২৮
জিঙ্ক
Zn
2
30
65
২৯
আর্সেনিক
As
3
33
74
৩০
ব্রোমিন
Br
1
35
79
৩১
ক্রিপটন
Kr
–
36
83
৩২
স্ট্রোনসিয়াম
Sr
2
38
87
৩৩
সিলভার
Ag
1
47
107
৩৪
টিন
Sn
2,4
50
118
৩৫
অ্যান্টিমনি
Sb
3,5
51
121
৩৬
আয়োডিন
I
1
53
126
৩৭
জেনন
Xe
–
54
131
৩৮
বেরিয়াম
Ba
2
56
137
৩৯
টাংস্টেন
W
6
74
183
৪০
প্লাটিনাম
Pt
4
78
195
৪১
গোল্ড
Au
1,3
79
196
৪২
মার্কারি
Hg
1,2
80
200
৪৩
লেড (সিসা)
Pb
2,4
82
207
৪৪
বিসমাথ
Bi
3
83
208
৪৫
রেডন
Rn
–
86
222
৪৬
ইউরেনিয়াম
U
4,6
92
238
কয়েকটি গুরুত্বপূর্ণ মৌলের পারমাণবিক সংখ্যা নিচে দেওয়া হলোঃ
মৌলের নাম
পারমাণবিক সংখ্যা
হাইড্রোজেন
1
হিলিয়াম
2
লিথিয়াম
3
কার্বন
6
নাইট্রোজেন
7
অক্সিজেন
8
ফ্লোরিন
9
নিয়ন
10
সোডিয়াম
11
ম্যাগনেসিয়াম
12
মৌলের নাম
পারমাণবিক সংখ্যা
অ্যালুনিয়াম
13
সিলিকন
14
ফসফরাস
15
সালফার
16
ক্লোরিন
17
আর্গন
18
পটাসিয়াম
19
ক্যালসিয়াম
20
আয়রন
26
কপার
29
গুরুত্বপূর্ণ কয়েকটি যৌগমূলকের নাম ও সংকেত
একযোজী যৌগমূলক –
নাম
সংকেত
যোজনী
নাম
সংকেত
যোজনী
অ্যামোনিয়াম
NH4
একযোজী
সায়ানাইড
CN
একযোজী
ফসফোনিয়াম
PH4
একযোজী
বাইকার্বনেট
HCO3
একযোজী
হাইড্রোক্সাইড
OH
একযোজী
কার্বক্সিল
COOH
একযোজী
নাইট্রাইট
NO2
একযোজী
মিথাইল
CH3
একযোজী
নাইট্রেট
NO3
একযোজী
ইথাইল
C2H5
একযোজী
দ্বিযোজী, ত্রিযোজী ও চতুর্যোজী যৌগমূলক –
নাম
সংকেত
যোজনী
নাম
সংকেত
যোজনী
কার্বনেট
CO3
দ্বিযোজী
ফসফেট
PO4
ত্রিযোজী
সালফাইট
SO3
দ্বিযোজী
ফসফাইট
PO3
ত্রিযোজী
সালফেট
SO4
দ্বিযোজী
বোরেট
BO4
ত্রিযোজী
থায়োসালফেট
S2O3
দ্বিযোজী
আর্সেনাইট
AsO3
ত্রিযোজী
ক্রোমেট
CrO4
দ্বিযোজী
আর্সেনেট
AsO4
ত্রিযোজী
ডাইক্রোমেট
Cr2O7
দ্বিযোজী
ফেরোসায়ানাইড
[Fe(CN)6]
চতুর্যোজী
সিলিকেট
SiO3
দ্বিযোজী
ধাতুর শ্রেণিবিভাগ – রসায়নের মৌলিক বিষয়াবলি
একযোজী
দ্বিযোজী
ত্রিযোজী
চতুর্যোজী
পঞ্চযোজী
সোডিয়াম (Na)
টিন (Sn) আস
অ্যালুমিনিয়াম (Al)
টিন (Sn) ইক
আর্সেনিক (As) ইক
পটাসিয়াম (K)
ব্রোমিন (Br)
গোল্ড (Au) ইক
প্লাটিনাম (Pt)
অ্যান্টিমনি (Sb) ইক
মার্কারি (Hg) আস
জিঙ্ক (Zn)
বিসমাথ (Bi)
লেড (Pb) ইক
ম্যাগনেসিয়াম (Mg)
আয়রন (Fe) ইক
লেড (Pb) আস
ক্রোমিয়াম (Cr) ইক
কপার (Cu) আস
কপার (Cu) ইক
সিলভার (Ag)
মার্কারি (Hg) ইক
গোল্ড (Au)
আয়রন (Fe) আস
অ্যান্টিমনি (Sb) আস
কোবাল্ট (Co)
আর্সেনিক (As) আস
ক্রোমিয়াম (Cr) আস
ক্যাডমিয়াম (Cd)
অধাতুর শ্রেণিবিভাগ
একযোজী
দ্বিযোজী
ত্রিযোজী
চতুর্যোজী
পঞ্চযোজী
হাইড্রোজেন (H)
অক্সিজেন (O)
বোরন (B)
নাইট্রোজেন (N)
সালফার (S)
ফ্লোরিন (F)
সালফার (S)
নাইট্রোজেন (N)
ফসফরাস (P)
ক্লোরিন (Cl)
কার্বন (C)
ফসফরাস (P)
ব্রোমিন (Br)
আয়োডিন (I)
যৌগমূলকের শ্রেণিবিভাগ
একযোজী
দ্বিযোজী
ত্রিযোজী
অ্যামোনিয়াম (NH4)
কার্বনেট (CO3)
ফসফেট (PO4)
ফসফোনিয়াম (PH4)
সালফাইট (SO3)
ফসফাইট (PO3)
হাইড্রোক্সাইড (OH)
সালফেট (SO4)
বোরেট (BO3)
নাইট্রাইট (NO2)
নাইট্রেট (NO3)
ফেরিসায়ানাইড ([Fe(CN)6])
সায়ানাইট (CN)
থায়োসালফাইট (S2O3)
বাইকার্বনেট (HCO3)
আর্সেনাইট (AsO3)
মিথাইল (CH3)
ক্রোমেট (CrO4)
আর্সেনেট (AsO4)
ইথাইল (C2H5)
ডাইক্রোমেট (Cr2O7)
ক্লোরেট (ClO3)
সিলিকেট (SiO3)
গুরুত্বপূর্ণ এসিডসমূহ
নাম
সংকেত
নাম
সংকেত
হাইড্রোক্লোরিক এসিড
HCl
সালফিউরিক এসিড
H2SO4
হাইপোক্লোরাস এসিড
HClO
সালফিউরাস এসিড
H2SO3
ক্লোরিক এসিড
HClO3
ফসফরাস এসিড
H3PO3
হাইড্রোব্রোমিক এসিড
HBr
ফসফরিক এসিড
H3PO4
হাইড্রোআয়োডিক এসিড
HI
সায়ানিক এসিড
HCNO
নাইট্রাস এসিড
HNO2
কার্বনিক এসিড
H2CO3
নাইট্রিক এসিড
HNO3
অ্যাসিটিক এসিড
CH3COOH
গ্লুকোনিক এসিড
C6H12O7
ফরমিক এসিড
HCOOH
ওলিক এসিড
C17H33COOH
পামিটিক এসিড
C15H31COOH
স্টিয়ারিক এসিড
C17H35COOH
কয়েকটি ক্ষারকের নাম ও সংকেত
নাম
সংকেত
নাম
সংকেত
সোডিয়াম অক্সাইড
Na2O
সোডিয়াম হাইড্রোক্সাইড
NaOH
ক্যালসিয়াম অক্সাইড
CaO
পটাসিয়াম হাইড্রোক্সাইড
KOH
ক্যালসিয়াম হাইড্রোক্সাইড
Ca(OH)2
অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড
NH4OH
কতকগুলো লবণের নাম ও সংকেত
নাম
সংকেত
নাম
সংকেত
সোডিয়াম ক্লোরাইড
NaCl
অ্যামোনিয়াম ক্লোরাইড
NH4Cl
পটাসিয়াম ক্লোরাইড
KCl
ক্যালসিয়াম কার্বনেট
CaCO3
সোডিয়াম সালফেট
Na2SO4
পটাসিয়াম ফেরোসায়ানাইড
K4[Fe(CN)6]
অ্যামোনিয়াম ফসফেট
(NH4)3PO4
জিপসাম
CaSO4.2H2O
গ্লোবার সল্ট
Na2SO4.10H2O
জিঙ্ক সালফেট
ZnSO4
গোল্ড ক্লোরাইড
AuCl3
পটাসিয়াম সালফেট
K2SO4
কপার সালফেট
CuSO4
পটাসিয়াম নাইট্রেট
KNO3
গুরুত্বপূর্ণ কয়েকটি অজৈব যৌগের নাম ও আণবিক সংকেত
নাম
আণবিক সংকেত
নাম
আণবিক সংকেত
সোডিয়াম জিংকেট
Na2Zn(OH)4
ক্যালোমেল
Hg2Cl2
নাইট্রিক অক্সাইড
NO
প্লাস্টার অব প্যারিস
Ca(SO4).H2O
নাইট্রাস অক্সাইড
N2O
পটাসিয়াম পারম্যাঙ্গানেট
KMnO4
নাইট্রোজেন ডাইঅক্সাইড
NO2
ব্লিচিং পাউডার
Ca(OCl)Cl
সোডিয়াম অক্সাইড
Na2O
ফিটকিরি
K2SO4.Al(SO4)3.24H2O
সোডিয়াম পারঅক্সাইড
Na2O2
সিলভার নাইট্রেট
AgNO3
বেরিয়াম অক্সাইড
Ba2O
সিদুর (রেড লেড)
Pb3O4
বেরিয়াম পারঅক্সাইড
BaO2
ফেরাস সালফেট
FeSO4
হাইড্রোজেন পারঅক্সাইড
H2O2
পানি
H2O
আয়রন অক্সাইড (I)
FeO
ফসফরাস পেন্টাঅক্সাইড
P2O5
আয়রন অক্সাইড (II)
Fe2O3
জিংক অক্সাইড
ZnO
পটাসিয়াম ক্লোরেট
KClO3
সোডালাইম
[NaOH+CaO]
পটাসিয়াম বাই সালফেট
KHSO4
হাইড্রোজেন সালফাইড
H2S
অ্যামোনিয়াম সালফেট
(NH4)2SO4
অ্যালুমিনিয়াম অক্সাইড
Al2O3
ক্যালসিয়াম সিলিকেট
CaSiO3
ফসফিন গ্যাস
PH3
সোডিয়াম সিলিকেট
Na2SiO3
বক্সাইট
Al2O3.2H2O
পটাসিয়াম কার্বনেট
K2CO3
অ্যামোনিয়াম সালফেট
(NH4)2SO4
পটাসিয়াম নাইট্রেট
KNO3
অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড
NH4OH
সালফার ডাইঅক্সাইড
SO2
ইপসম সল্ট
MgSO4.7H2O
সালফার ট্রাইঅক্সাইড
SO3
ওয়াটার গ্যাস
[CO+H2]
ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড
Mg(OH)2
সোডিয়াম কার্বনেট
Na2CO3.10H2O
নাইট্রোজেন পেন্টাক্সাইড
N2O5
কলিচুন
Ca(OH)2
প্রডিউসার গ্যাস
[CO+N2]
অ্যামোনিয়াম গ্যাস
NH3
লাফিং গ্যাস
N2O
Mohanta
Hi, I have been working with this blog since its inception. I am the founder and author of this educational blog. This blog mainly discusses educational topics like literature & grammar, science & technology, mathematics, news & update, arts, history, geography, etc.